এরিকসনের নতুন সিএফও লার্স স্যান্ডস্ট্রম
সুইডিশ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক এরিকসন কোম্পানির দীর্ঘকালীন প্রবীণ কার্ল মেল্যান্ডারের জায়গায় লার্স স্যান্ডস্ট্রমকে তার নতুন প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে এরিকসন জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে স্যান্ডস্ট্রম কোম্পানিতে যোগদান করবেন এবং সুইডেনে বসবাস করবেন।
নবনিযুক্ত স্যান্ডস্ট্রম বর্তমানে মেডিকেল টেকনোলজি কোম্পানি গেটিঞ্জে প্রধান আর্থিক কর্মকর্তা ও নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছে।
ডিবিটেক/বিএমটি







